তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে এবং বাংলায় ‘যোগী মডেলের’ সরকার গড়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার কাঁথির সভা থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী সুরক্ষার প্রসঙ্গ টেনে তিনি মহিলাদের হাতে ত্রিশূল তুলে দেওয়ার কথা বলেন।
কাঁথির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “পাড়ায় পাড়ায় অনেক অসুর তৈরি হয়েছে। এই অসুরদেরকে ধ্বংস করতে হবে।”
শুভেন্দু অধিকারীর মূল বার্তা
শুভেন্দু অধিকারী মূলত তৃণমূলকে নিশানা করে এবং বিজেপি কর্মী-সমর্থকদের চাঙ্গা করার উদ্দেশ্যে একাধিক কড়া বার্তা দেন:
নারীর নিরাপত্তা ও ত্রিশূল: তিনি বলেন, “মহিলাদের হাতে ত্রিশূল দরকার।” তৃণমূলের বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “দুর্গাপুরে মমতার শান্তির ছেলেরা নির্যাতন করেছে।”
১৪৫ আসন জয়ের লক্ষ্য: বিরোধী দলনেতা হুঙ্কার দিয়ে বলেন, “বিজেপিকে ১৪৫টি আসন জিততে হবে।” এই আসন জয়ের পরই রাজ্যে পরিবর্তন আসবে বলে তিনি দাবি করেন।
যোগী মডেলের সরকার: পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তার জন্য তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ধাঁচে সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, “বাংলায় যোগী আদিত্যনাথের মত সরকার গড়তে হবে।”
তাঁর এই মন্তব্যের জেরে রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।