হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে পুরুষদের আয়ের প্রধান উৎস জলকর বা মেছোভেড়ি, সেখানে মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রায় ছিলই না। সংসার সামলেও জীবন-সংগ্রাম ছিল তাঁদের নিত্যসঙ্গী। এই কঠিন বাস্তবতার মধ্যেই উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের রাজাপুরে শুরু হয়েছে নতুন আশার আলো।
উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্যোগে রাজাপুরে শতাধিক মহিলাকে দেওয়া হচ্ছে পাটের হস্তশিল্পের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা পাটের পাপোশ, ব্যাগ, ফুলদানি থেকে শুরু করে কাপ–প্লেট—নানা সামগ্রী তৈরির খুঁটিনাটি শিখছেন। ভবিষ্যতে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার এই সংখ্যাকে আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা:
এই প্রশিক্ষণে অংশ নেওয়া মহিলারা বিনামূল্যে কাজ শেখার সুযোগ পাওয়ার পাশাপাশি, প্রতিদিন ৫০ টাকা করে ভাতাও পাচ্ছেন, যা তাঁদের আগ্রহ এবং উৎসাহকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা সুন্দরবনের এই মহিলারা বিনামূল্যে নতুন দক্ষতা অর্জন করে স্বনির্ভর হওয়ার সুযোগ হাতছাড়া করছেন না।
ডাটা : জুলফিকার মোল্যা।