পাকিস্তানে সাংবাদিক-আন্দোলনকারীদের ওপর পুলিশি তাণ্ডব, কী ঘটেছিল ইসলামাবাদে?

পাক অধিকৃত কাশ্মীর (PoK) অঞ্চলে চলমান বিক্ষোভের আঁচ এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও পৌঁছে গেল। অভিযোগ উঠেছে, ইসলামাবাদে ন্যাশনাল প্রেস ক্লাবের অভ্যন্তরে থাকা শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত সাংবাদিক ও আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে।

জানা গিয়েছে, এ দিন পুলিশ জোরপূর্বক ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে প্রবেশ করে। সেখানে পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সাংবাদিক এবং অধিকার কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ কোনো কারণ ছাড়াই বিক্ষোভকারীদের ওপর হামলা করে, যার ফলে পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে।

পাক অধিকৃত কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানাতে এই প্রতিবাদ কর্মসূচি চলছিল। কিন্তু রাজধানীতে এমন শান্তিপূর্ণ জমায়েতে পুলিশের এই জোরপূর্বক প্রবেশ এবং হামলার ঘটনা বাকস্বাধীনতা ও প্রতিবাদের অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন অধিকার কর্মীরা। ন্যাশনাল প্রেস ক্লাবের মতো স্থানে সাংবাদিকদের ওপর এই হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনার পর ইসলামাবাদে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy