ভুয়ো সিম কার্ড চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) মঙ্গলবার বিলাসিপাড়া থেকে আব্দুল কাসেম আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে।
STF জানিয়েছে যে, আব্দুল কাসেম আহমেদ বিলাসিপাড়ার বাসিন্দা এবং সেখানে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালাতেন। তার কেন্দ্র থেকে আধার কার্ডের জন্য আবেদন করা হতো। এই অভিযান চলাকালে তার কাছ থেকে শতাধিক মোবাইল সিম কার্ড, ১৫টি ব্যাংকের এটিএম কার্ড এবং ১৫টি পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে STF-এর অনুমান, এই জিনিসগুলি বেআইনি আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হতো।
তদন্তকারীদের মতে, ধৃত আব্দুল কাসেমের সঙ্গে জাকারিয়া নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই জাকারিয়াকেই ভুয়ো সিম চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে। গ্রেপ্তার করার পর আব্দুল কাসেমকে গুয়াহাটিতে STF-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, এই বছরের মে মাসে অসম STF ‘অপারেশন ঘোস্ট সিম’ নামে একটি বড় অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সদস্যরা পাকিস্তানি এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালাত বলে অভিযোগ।
STF এই চক্রের আরও সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে। এই গ্রেপ্তারের ফলে রাজ্যে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে সংগঠিত অপরাধ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করা হচ্ছে।