পর্যটকদের জন্য এক দারুণ খবর নিয়ে এল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। জনপ্রিয় টুরিস্ট স্পেশ্যাল ভিস্তাডোম ট্রেন এবার কালচিনি রেল স্টেশনেও দাঁড়াবে। কালচিনির বিধায়ক বিশাল লামার দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এই স্টপেজে সম্মত হয়েছে। এই খবরে কালচিনি ও সংলগ্ন এলাকার পর্যটন এবং অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি কালচিনির বিধায়ক বিশাল লামা রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর এলাকার মানুষের ট্রেন পরিষেবা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, কালচিনিতে পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকায় এলাকার পর্যটন পিছিয়ে পড়ছে। তাঁর আবেদনের পর রেল কর্তৃপক্ষ কয়েকটি নতুন ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী ভিস্তাডোম এক্সপ্রেস অন্যতম।
২০২১ সালের ২৮ আগস্ট প্রথম যাত্রা শুরু করা এই বিশেষ ট্রেনটি উত্তরবঙ্গের পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত চলা এই ট্রেনটি মহানন্দা, চাপড়ামারি, বক্সা এবং জলদাপাড়া বনাঞ্চলের মধ্য দিয়ে যায়। ট্রেনের দু’দিকের বড় বড় কাচের জানালার মধ্য দিয়ে যাত্রীরা অনায়াসে বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
বর্তমানে হাসিমারা এবং রাজাভাতখাওয়ায় এই ট্রেনের স্টপেজ থাকলেও কালচিনিতে কোনো স্টপেজ ছিল না। বিধায়ক বিশাল লামা জানান, “কালচিনি আলিপুরদুয়ার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। এখানে ব্যবসা এবং পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই টুরিস্ট স্পেশ্যাল ট্রেন-এর স্টপেজ থাকা অত্যন্ত জরুরি ছিল।”
এই নতুন স্টপেজের ফলে পর্যটকদের জন্য কালচিনি, বক্সা, এবং জলদাপাড়ার মতো পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছানো আরও সহজ হবে। কবে থেকে এই স্টপেজ চালু হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও, বিধায়ক এই বিষয়ে আশাবাদী।