পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলেন জলপাইগুড়ির ঘুঘুডাঙার বাসিন্দা মাধবী সরকার (২৫)। রবিবার সকালে স্বামী ও চার বছরের শিশুকন্যার সঙ্গে বাইকে চেপে প্রায় ৭০ কিলোমিটার দূরে ধূপগুড়ির শালবাড়িতে পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। ঘুঘুডাঙার সাহা পাড়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন মাধবী। সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি ১০ চাকার ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন মাধবীর স্বামী ও তাঁদের শিশু সন্তান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটিকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, লরিটিকে আটক করা হয়েছে এবং চালককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।