পরিযায়ী শ্রমিকদের ‘চরম পরিণতি’ ও ‘SIR’-এর আতঙ্ক, তৃণমূলের বিরুদ্ধে শমীক ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ

পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে ‘চরম পরিণতি’র জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। একইসঙ্গে তিনি দাবি করেছেন যে, রাজ্যে ‘বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন’ (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার কথা শুনেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে।

রবিবার এক সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যে চরম দুর্দশার শিকার হচ্ছেন, তার সম্পূর্ণ দায় তৃণমূল সরকারের। এই সরকার রাজ্যের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ। তাই হাজার হাজার যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন এবং সেখানে গিয়ে চরম পরিণতি ভোগ করছেন।” তিনি আরও বলেন, “তৃণমূল সরকার শ্রমিকদের সুরক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং তাদের দুর্দশা বাড়াচ্ছে।”

শমীক ভট্টাচার্য সরাসরি শাসক দলকে নিশানা করে বলেন, “বাংলায় ‘এসআইআর’ (Special Intensive Revision) অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে শুনেই তৃণমূল ভয় পেয়ে গেছে। তাদের ভয়, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর সে কারণেই তারা এখন ভোটার তালিকা নিয়ে মিথ্যাচার শুরু করেছে।”

সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার ঘটনা এবং তামিলনাড়ুতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, ঠিক তখনই শমীক ভট্টাচার্যের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলো এই ‘এসআইআর’ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, বিজেপি এটিকে ভোটার তালিকা স্বচ্ছ করার একটি প্রক্রিয়া হিসেবে দেখছে।

শমীক ভট্টাচার্যের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সবসময়ই একটি নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে ধরে রাখার চেষ্টা করে। তিনি বলেন, “ভুয়ো ভোটার এবং অসৎ উপায়ে যারা ভোটার তালিকায় ঢুকেছে, তাদের বাদ পড়লে তৃণমূলের ভোটব্যাঙ্কে ধস নামবে, তাই তারা এখন মিথ্যা অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছে।”

তবে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের দাবি, বিজেপি বাংলার পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে রাজনীতি করছে এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে। তৃণমূল নেতারা বলছেন, বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন এবং এটি বাংলার মানুষকে বিভক্ত করার একটি প্রচেষ্টা।

পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পরিযায়ী শ্রমিক এবং ভোটার তালিকা সংশোধনের মতো বিষয়গুলি আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে। শমীক ভট্টাচার্যের এই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণাত্মক অবস্থানেরই প্রতিফলন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy