পরপর ২৫টি বোমা! কেঁপে উঠল হাওড়ার জগৎবল্লভপুর, বেকারির মালিককে মারধরের পর বোমাবাজি দুষ্কৃতীদের

পরপর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়ার জগৎবল্লভপুর এলাকা। পাঁচলা বিধানসভার অন্তর্গত পোলগুস্তিয়া এলাকায় রবিবার রাতে একটি বেকারির দোকানে তৈরি হওয়া বচসা থেকে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ পোলগুস্তিয়া এলাকার দোকান তথা বেকারির ফ্যাক্টরিতে তিন যুবক আসে। মিনিট খানেকের মধ্যেই দোকানের মালিকের সঙ্গে তাদের তীব্র বচসা শুরু হয়। স্থানীয়দের দাবি, এই বচসার মাঝেই তিন জনের মধ্যে একজন যুবক পকেট থেকে বন্দুক বের করে এবং সজোরে দোকানের মালিকের মাথায় আঘাত করে।

এরপরই শুরু হয় বোমাবাজি। অভিযোগ, বাইক চেপে এলাকা ছাড়ার আগে ওই দুষ্কৃতীরা একের পর এক বোমা ছুঁড়তে থাকে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে কমপক্ষে ২৫ থেকে ২৭টি বোমা পড়েছে, যার জেরে এলাকা ধোঁয়া-ধোঁয়া হয়ে যায়।

এই ঘটনায় আহত হন দু’জন। রবিবার রাতেই তাঁদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশের বক্তব্য:

হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একটি বেকারির ফ্যাক্টরি নিয়ে গন্ডগোল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ অন্যদিকে স্থানীয়দের দাবি, বাইরের লোক এসে হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে।

এই বোমাবাজির নেপথ্যে কারা এবং কী কারণেই বা এই ঘটনা ঘটল, সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাতেই এলাকায় তল্লাশি চালায় পুলিশ কর্মীদের একটি দল এবং টহলদারি বাড়ানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy