নোবেল পুরস্কার না পেলে তা আমেরিকার জন্য অপমান!’ ভারত-পাক সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি করে নিজেই নিজের জন্য পুরস্কার চাইলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানকে যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে না দেওয়ার কৃতিত্ব তাঁকেই দিয়েছেন পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির। এই দাবির পরেই ট্রাম্প বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেছেন।

আসিম মুনিরের বক্তব্য নিয়ে ট্রাম্পের দাবি
ট্রাম্প দাবি করেন যে আসিম মুনির তাঁকে বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হতে পারত, কিন্তু আপনি সেটা হতে দেননি।” এই মন্তব্যকে সামনে এনে ট্রাম্প নিজের কূটনৈতিক প্রভাব তুলে ধরতে চেয়েছেন।

‘আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি,’ নোবেল না পেলে ‘অপমান’
ট্রাম্পের দাবি, তিনি মোট আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। যার মধ্যে সর্বশেষ হলো ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইজরায়েলি সরকার বা হামাস কেউই তাঁর ২০-দফা শান্তি পরিকল্পনায় এখনও পর্যন্ত সম্মত হয়নি।

তবে এই আবহে ট্রাম্প নিজেই নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার চেয়ে বসেন। তিনি মনে করেন, এই পুরস্কার না-পেলে তা গোটা আমেরিকার জন্য ‘অপমানজনক’ হবে। তিনি বলেন, “আপনাকে কি নোবেল দেওয়া হবে? নিশ্চয়ই নয়। ওটা অন্য কাউকে দিয়ে দেবে, যিনি কিছুই করেননি।”

যদিও নিজের বক্তব্যের সপক্ষে ট্রাম্প পরে বলেন, “আমি এটি চাই না। আমি চাই দেশ এটি পাক।”

গাজা শান্তি চুক্তি নিয়ে ঘোষণা
ট্রাম্প সোমবার ঘোষণা করেন যে তিনি এমন একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন যা ইজরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধের অবসান ঘটাতে পারে। তিনি ২০-দফা রোডম্যাপ প্রকাশ করে দাবি করেন, ইজরায়েল গাজা দখল করবে না। এই শান্তি চুক্তি কার্যকর হলে যুদ্ধের অবিলম্বে সমাপ্তি ঘটতে পারে।

প্রসঙ্গত, নরওয়ের সংসদ কর্তৃক নিযুক্ত নরওয়েজিয়ান নোবেল কমিটি ভ্রাতৃত্ববোধ, সংহতি ও সমন্বয়ের ক্ষেত্রে সর্বোত্তম কাজ করা ব্যক্তি বা সংগঠনকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে থাকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy