ফুটবলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা এবং তার মর্মান্তিক পরিণতিতে খুন! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা যোগেন্দ্রপুর এলাকায়। পাড়ার মাঠে নৈশ ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়ে দুই ক্লাবের সমর্থন নিয়ে শুরু হওয়া ঝগড়া যে এমন ভয়াবহ রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ফালাকাটা যোগেন্দ্রপুর এলাকার বাসিন্দা সুরেশ বর্মণ এবং তাঁর স্ত্রী নীলিমা বর্মণ পাড়ার মাঠে ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন। খেলা দেখা নিয়েই প্রথমে তাঁদের মধ্যে পছন্দের দল নিয়ে বচসা শুরু হয়। বাড়ি ফেরার পথেও সেই বচসা চলতে থাকে। এরপর বাড়িতে ঢোকার পরই ফুটবলের প্রসঙ্গ ছাপিয়ে তাদের পারিবারিক বিভিন্ন বিবাদের কারণ উঠে আসতে শুরু করে।
অভিযোগ, বচসা চরমে উঠলে ক্ষুব্ধ স্বামী সুরেশ বর্মণ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী নীলিমা বর্মণের গলায় কোপ বসিয়ে দেন। নীলিমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
প্রতিবেশীরা সূত্রে খবর, ঘটনার পর সুরেশ বর্মণ নিজেই স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মহিলার গুরুতর অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই ফালাকাটা থানায় বিষয়টি জানান।
পুলিশ হাসপাতালে পৌঁছে সুরেশ বর্মণকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের ঘটনাটি স্বীকার করেন। ততক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন নীলিমা বর্মণের মৃত্যু হয়।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, অভিযুক্ত সুরেশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শুধু ফুটবল দল নিয়ে নয়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিবাদই এই নৃশংস ঘটনার মূল কারণ।