নেপথ্যে কি গাফিলতি? গ্রেফতার জুবিনের ম্যানেজার ও অর্গানাইজার, কী হতে চলেছে তদন্তে?

সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আশঙ্কা মতোই গ্রেফতার হলেন তাঁর ম্যানেজার এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার। গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ আনার পরই এই বড় পদক্ষেপ নিল সিআইডি-র বিশেষ তদন্ত দল (SIT)।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে ফিরিয়ে আনা হয়েছে দুই অভিযুক্তকে। এর আগে এই মামলায় গায়কের ড্রামার শেখরজ্যোতিকে গ্রেফতার করেছিল SIT।

যেভাবে গ্রেফতার হলেন অভিযুক্তরা
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে জ়ুবিন গর্গের মৃত্যুর তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি SIT গঠন করেছিল। সেই দলের তৎপরতায়:

ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে তাঁর গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে SIT।

নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্তকে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরা মাত্রই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

এর আগে SIT জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করলেও কোনো খোঁজ মিলছিল না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত এবং শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে।

ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
মঙ্গলবারই সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ়ুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ স্পষ্ট জানান, ঘটনার দিন জ়ুবিনের সঙ্গে থাকা কাউকেই তিনি সন্দেহের বাইরে রাখছেন না। তিনি বলেন, ‘আমরা জানতে চাই ওঁর সঙ্গে আসলে কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কী ভাবে এই অবহেলা সম্ভব? আমাদের উত্তর চাই।’

গরিমার অভিযোগের আঙুল মূলত ম্যানেজার সিদ্ধার্থ শর্মার দিকে। তিনি প্রশ্ন তোলেন, “যখন জানা ছিল সাঁতার কাটার মতো অবস্থায় নেই জ়ুবিন তখন কেন জল থেকে তোলা হল না? ওকে তুলে আনা খুব সহজ ছিল।” তাঁর কথায়, ভিডিয়োতেই বোঝা যাচ্ছিল অত্যন্ত ক্লান্ত ছিলেন জ়ুবিন। স্ত্রী দাবি করেছেন, এই বিষয়ে সঠিক তদন্ত করে কারণ জানানো হোক।

স্ত্রীর এই গুরুতর অভিযোগের পরই ম্যানেজার ও অর্গানাইজারের গ্রেফতারি এই মামলার তদন্তে এক নয়া মোড় আনলো। SIT এবার গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জেরা করে ঘটনার আসল কারণ ও গাফিলতির দিকটি উন্মোচন করার চেষ্টা করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy