নীতীশ কুমারের বড় ঘোষণা, ‘২৫ লাখ মহিলা পেলেন ১০,০০০ টাকা, মোট ১ কোটি মহিলা লাভবান

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র অধীনে ২৫ লাখ মহিলা সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা স্থানান্তরিত করেছেন। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিহারে মোট ১ কোটি মহিলা উপকৃত হলেন।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, ১ অ্যানে মার্গে আয়োজিত একটি অনুষ্ঠানে ডিবিটি (DBT) মারফত এই অর্থ স্থানান্তরিত করা হয়। এ সময় মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

গত ২৯ আগস্ট এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং মাত্র এক মাসের মধ্যে তা বাস্তবায়িত হলো। এর আগে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করে ৭৫ লাখ মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠান। মুখ্যমন্ত্রী কুমার জানান, “এই প্রকল্পের অবশিষ্ট সুবিধাভোগীরা ৬ অক্টোবর অর্থ পাবেন।”

অংশগ্রহণকারীদের উদ্দেশে নীতীশ কুমার বলেন, “যেসব মহিলার ব্যবসা সফলভাবে চলবে, বিহার সরকার তাঁদের অতিরিক্ত ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে। এই ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পটি পরিবারগুলির প্রভূত উপকার করবে।”

তাঁর সরকারের অধীনে মহিলাদের ক্ষমতায়নের উদ্যোগগুলি তুলে ধরে কুমার বলেন, “২০০৫ সালে বিহারে এনডিএ সরকার গঠনের পর থেকেই আমরা মহিলাদের উন্নয়নে কাজ করেছি। ২০০৬ সালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে এবং ২০০৭ সালে শহুরে স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়। আমরা সরকারি চাকরিতেও মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত করেছি।” তিনি আরও জানান, ‘জীবিকা দিদি’-দের ক্ষমতায়নের ফলে রাজ্যে তাঁদের সংখ্যা ১.৪০ কোটিতে পৌঁছেছে।

বিরোধী পক্ষকে নিশানা করে কুমার মন্তব্য করেন, “আগের আরজেডি সরকার বিহার, বিশেষ করে মহিলাদের জন্য কিছুই করেনি। এখন আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। এটি এনডিএ সরকারই, যারা কেন্দ্রীয় সরকারের শক্তিশালী সহায়তায় মহিলাদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করছে, যার ফলে বিহারের দ্রুত উন্নয়ন নিশ্চিত হচ্ছে।” মুখ্যমন্ত্রী আরও দৃঢ়তার সঙ্গে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ আবার ক্ষমতায় ফিরলে বিহার আরও এগিয়ে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy