নিষেধাজ্ঞা ভেঙে তেল পাচারের অভিযোগ! মাঝ সমুদ্রে রুশ ট্যাঙ্কার ধরল মার্কিন বাহিনী, বন্দি ৩ ভারতীয়

উত্তর আটলান্টিক মহাসাগরে চরম উত্তেজনা! মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনিজুয়েলা থেকে তেল নিয়ে ফেরার পথে ‘মেরিনেরা’ নামক একটি রুশ তেলের ট্যাঙ্কার আটক করেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। আর এই ঘটনাতেই বিপাকে পড়েছেন ভারতের মার্চেন্ট নেভি অফিসার রিক্ষিত চৌহান-সহ ৩ ভারতীয়। ছেলের কোনো খোঁজ না পেয়ে এখন কান্নায় ভেঙে পড়েছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার চৌহান পরিবার।

কী ঘটেছিল মাঝ সমুদ্রে? গত ৭ জানুয়ারি আটলান্টিক মহাসাগরে রাশিয়ার এই তেল ট্যাঙ্কারটিকে ঘিরে ফেলে মার্কিন নৌবাহিনী। অভিযোগ, ভেনিজুয়েলা থেকে তেল পরিবহনের ওপর আমেরিকার যে নিষেধাজ্ঞা রয়েছে, তা লঙ্ঘন করেছিল এই জাহাজটি। জাহাজে থাকা মোট ২৮ জন ক্রু সদস্যের মধ্যে ৩ জন ভারতীয়— রিক্ষিত ছাড়া বাকি দুজন গোয়া ও কেরলের বাসিন্দা। বাকি সদস্যদের মধ্যে ইউক্রেন, জর্জিয়া ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন।

ছেলের চিন্তায় বিনিদ্র রজনী রিক্ষিতের বাবা রঞ্জিত সিং জানান, গত ৭ জানুয়ারি শেষবার ছেলের সঙ্গে কথা হয়েছিল। তারপর থেকেই রিক্ষিতের ফোন বন্ধ। ১০ জানুয়ারি তাঁরা জানতে পারেন যে মার্কিন নৌবাহিনী জাহাজটি আটক করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রিক্ষিতের দেশে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই নেমে এল এই বিপদ।

সরকারের কাছে আর্তনাদ রিক্ষিতের মা ভগবানের কাছে প্রার্থনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, “আমার ছেলে নির্দোষ, ও শুধু নিজের কাজ করছিল। অবিলম্বে ভারত সরকার হস্তক্ষেপ করে রিক্ষিত ও বাকি ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনুক।”

সম্পাদকীয় মন্তব্য: আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে কি বিদেশের মাটিতে বলি হতে চলেছেন ভারতীয় যুবকরা? এখন দিল্লির কূটনৈতিক হস্তক্ষেপের দিকেই তাকিয়ে অসহায় পরিবারগুলো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy