পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বা এসআইআর (SIR) ইস্যুতে এবার সরাসরি লড়াইয়ের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ১০ সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে দিল্লির নির্বাচন কমিশন (ECI) সদর দফতরে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বৈঠকে রাজ্যের প্রায় ১ কোটির বেশি ভোটারের নাম বাতিলের ‘অসঙ্গতি’ নিয়ে জবাব চাইবে ঘাসফুল শিবির।
তৃণমূলের অভিযোগ, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বহু নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া এবং প্রদীপ মজুমদারের মতো হেভিওয়েট নেতারা। এছাড়াও রয়েছেন নাদিমুল হক, মমতা ঠাকুর, সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের মূল দাবি, সিইও দফতরের রিপোর্টে যে ১ কোটির বেশি ভোটারের নামে ‘লজিক্যাল ডিসক্রিমেন্সি’ বা অসঙ্গতি থাকার কথা বলা হয়েছে, কমিশন সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করুক। যদি বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার দাবি করা হয়, তবে তার প্রমাণও পেশ করতে হবে কমিশনকে। এর আগে গত নভেম্বর মাসেও তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে গিয়েছিল, কিন্তু সেবার কোনও সদুত্তর মেলেনি বলে দাবি তৃণমূলের। অভিষেক সাফ জানিয়েছেন, এবারও যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তবে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস।