‘নির্বাচনের আগে শক্তি প্রদর্শন!’ হাওড়ার পোলগোস্তিয়ায় দুষ্কৃতীদের তাণ্ডব, বেকারির মালিক-ক্রেতাদের মারধর

হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগৎবল্লভপুর থানা এলাকার পোলগোস্তিয়ায় রবিবার রাতে পরপর বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ বোমার বিকট শব্দে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

ঘটনার বিবরণ:

সময় ও স্থান: রবিবার রাত প্রায় ১০টা নাগাদ জগৎবল্লভপুরের পোলগোস্তিয়া এলাকায় সমিতির বাঁধ থেকে শুরু করে গ্রামের বসতি এলাকা পর্যন্ত একদল দুষ্কৃতী বোম ছুঁড়তে ছুঁড়তে আসে।

হামলার ধরন: স্থানীয় সূত্রে জানা যায়, এই অশান্তির ঘটনা স্থানীয় তিন বাসিন্দার মদতে হয়েছে। তাদের উপস্থিতিতেই দুষ্কৃতীরা আচমকা বোমাবাজি শুরু করে।

ক্ষয়ক্ষতি: দুষ্কৃতীরা এলাকায় একটি বেকারি দোকানে হামলা চালায়। বেকারির মালিক ও কয়েকজন ক্রেতাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় প্রায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

আতঙ্ক: পরপর বোমার শব্দে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

পঞ্চায়েত প্রধানের বক্তব্য:

ঘটনাস্থলে পৌঁছন জগৎবল্লভপুর পোলগোস্তিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ নিজাম। তিনি জানান, এলাকায় কোনও কারণ ছাড়াই বোমাবাজি করা হয়েছে।

স্থানীয় মানুষ এবং পঞ্চায়েত প্রধানের অভিযোগ, এটি মূলত নির্বাচনের আগে শক্তি প্রদর্শন করার উদ্দেশ্যেই স্থানীয় কয়েকজনের ইন্ধনে ঘটানো হয়েছে।

পরিস্থিতি সামলাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy