নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, নদীয়ার SIR পরিস্থিতি খতিয়ে দেখতে কৃষ্ণনগরে দুই শীর্ষ আধিকারিক

নির্বাচনী আবহে নদীয়ার স্পেশাল ইন্টিগ্রেটেড রিপোর্ট (SIR) প্রস্তুত ও তার অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণনগর পৌঁছলেন দুই শীর্ষ নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ আধিকারিক জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, কৃষ্ণনগর সার্কিট হাউসে গতকাল রাতে পৌঁছনোর পরই তাঁরা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকে প্রধানত জেলার SIR সম্পর্কিত কাজের বর্তমান অবস্থা, এর দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্ট চূড়ান্ত করা অত্যন্ত জরুরি, তাই উচ্চ নেতৃত্বের এই আকস্মিক আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বৈঠকের পর জেলায় নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে বলে জল্পনা সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy