পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের সামনে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল। সোমবার থেকে শুরু হওয়া বুথ লেভেল অফিসারদের (BLO) বিক্ষোভ মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। তৃণমূলপন্থী ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র ব্যানারে শত শত বিএলও এদিন বিবাদী বাগ এলাকায় জমায়েত হয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধস্তাধস্তি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আন্দোলনকারীদের মূল অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় তাঁদের ওপর অমানুষিক কাজের চাপ চাপানো হচ্ছে। নতুন বিএলও অ্যাপের জটিলতা, হিয়ারিং নোটিস ডেলিভারি এবং প্রতিদিন গাইডলাইন পরিবর্তনের ফলে তাঁরা চরম মানসিক অবসাদে ভুগছেন। বিক্ষোভকারী স্বপ্না মণ্ডল বলেন, “আমরা স্কুলের শিক্ষক, রাত জেগে কাজ করছি। এর ওপর আন্ডারটেকিং নেওয়া হচ্ছে যাতে কোনো ভুল হলে সব দায় আমাদের ওপর চাপে। এটা মেনে নেওয়া যায় না।”
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কেন্দ্রীয়ভাবে নিযুক্ত মাইক্রো অবজার্ভাররা তাঁদের সাহায্য করার বদলে কেবল হুকুম তামিল করছেন। বিএলও নেতারা সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি না মেলায় ক্ষোভ আরও বাড়ে। পুলিশের দাবি, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। ভোটের আগে বিএলও-দের এই বিদ্রোহ নির্বাচন কমিশনের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল।