উন্নাও ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দিল্লি হাইকোর্টের এই রায় ‘আইনবিরোধী’ এবং ‘বিকৃত’। এই রায়ের ফলে নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা চরম সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।
গত ২৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট শর্তসাপেক্ষ জামিন দিয়েছিল এই দাপুটে নেতাকে। শুক্রবার এর পাল্টা আবেদনে সিবিআই সুপ্রিম কোর্টকে জানায়, একজন চারবারের বিধায়ক হিসেবে সেঙ্গার জনগণের আস্থার অমর্যাদা করেছেন। পকসো (POCSO) আইনের বিশেষ ধারা উল্লেখ করে সিবিআই দাবি করেছে, এহেন জঘন্য অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত রাখা আদালতের আইনি ত্রুটি।
অন্যদিকে, এই জামিনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও পারদ চড়ছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে আক্রমণ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ধর্ষণে অভিযুক্ত বিধায়ক জামিন পাচ্ছেন আর বিজেপির শরিক মন্ত্রী নির্যাতিতাদের নিয়ে উপহাস করছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বের এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছে স্লোগান আর বাস্তবের তফাত।” সেঙ্গারের জামিনের প্রতিবাদে দিল্লির আদালতের বাইরে নির্যাতিতার মা ও বিভিন্ন মহিলা সংগঠনের বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।