নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

হিমাচল প্রদেশের চামবা জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই গাড়ি ৫০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে পুলিশ এই খবরটি প্রকাশ্যে এনেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চার চাকার গাড়িটি বানিখেত থেকে রওনা দিয়েছিল। রাত সাড়ে ৯টা নাগাদ ভাঞ্জরাডু-শাহওয়া-ভাদকওয়াস রোডের কাছে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই দুই শিশু এবং এক মহিলা-সহ পাঁচজনের মৃত্যু হয়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশও দ্রুত সেখানে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড় থেকে একটি বড় পাথর আচমকা গাড়ির উপর এসে পড়ে। এর ফলেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি খাদে পড়ে যায়।

এই মর্মান্তিক ঘটনায় হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “চামবা জেলায় একটি পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

উল্লেখ্য, উত্তরাখণ্ডের পর সম্প্রতি হিমাচলের কিন্নরেও হড়পা বান নেমেছিল। মেঘভাঙা বৃষ্টির ফলে টাংলিং নালার উপরের দুটি অস্থায়ী সেতু ভেসে যায়, যার ফলে বহু পর্যটক আটকে পড়েছিলেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী জিপলাইনের সাহায্যে ৪১৩ জন তীর্থযাত্রীকে উদ্ধার করে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy