সংসদ ভবনে NDA-এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে এবার বিরোধীদের কর্মকাণ্ড নিয়ে তীক্ষ্ণ সমালোচনা উঠে এল। ‘অপারেশন সিঁদুর’ এবং সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর মন্তব্যের ভর্ৎসনা—এই দুটি বিষয়কেই মোদী তার ভাষণে হাতিয়ার করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক শুরু করে বিরোধীরা নিজেদেরই হাস্যকর করে তুলেছে। তাদের এই পদক্ষেপ অনেকটা নিজেদের পায়ে কুড়ুল মারার মতো।’ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, এই ইস্যুগুলো নিয়ে বিতর্ক তুলে বিরোধীরা আসলে নিজেদের দুর্বলতাই প্রকাশ করছে।
রাহুল গান্ধীর ‘২০০০ কিলোমিটার জমি চীন দখল করে নিয়েছে’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য প্রসঙ্গে মোদী বলেন, “যখন দেশের সর্বোচ্চ আদালতই একজন সংসদ সদস্যের মন্তব্যকে ‘কোনো প্রকৃত ভারতীয় এমন মন্তব্য করতে পারেন না’ বলে তিরস্কার করে, তখন আমাদের আর কিছু বলার থাকে না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যগুলি কংগ্রেস-সহ সমগ্র বিরোধী শিবিরকে অস্বস্তিতে ফেলেছে।
বৈঠকে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য NDA সাংসদরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। রাজনাথ সিং তাকে মালা পরিয়ে সম্মান জানানোর সময় বৈঠকের হল ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় ঐক্য এবং প্রধানমন্ত্রীর প্রতি সাংসদদের আস্থা প্রতিফলিত হয়েছে। মোদীর এই ভাষণ দলীয় সাংসদদের আগামী দিনের রাজনৈতিক কৌশল সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে।