গুজরাটের আহমেদাবাদে এক মর্মান্তিক ঘটনায় নিজের নাবালক ছেলের সামনেই কনস্টেবল স্বামীকে খুন করে আত্মহত্যা করেছেন এক মহিলা। মৃত ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মুকেশ পারমার। তার স্ত্রীর নাম সঙ্গীতা। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।
তদন্তে পুলিশ জানায়, শুক্রবার সকালে মুকেশ এবং সঙ্গীতার মধ্যে তীব্র বচসা শুরু হয়। বিবাদ চরমে পৌঁছলে সঙ্গীতা একটি লাঠি দিয়ে মুকেশের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মুকেশের মৃত্যু হয়। এই ঘটনার পর সঙ্গীতা নিজের নাবালক ছেলের সামনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই নোটে সঙ্গীতা তাঁদের পারিবারিক বিবাদের কথা এবং এই ঘটনার সমস্ত বিবরণ লিখে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছেলের সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সুইসাইড নোটের সত্যতা যাচাই করছে।