কোটি কোটি আধার কার্ড হোল্ডারদের জন্য দীর্ঘপ্রতীক্ষিত সুখবর! আজ ২৮ ফেব্রুয়ারি থেকে আধার কার্ডের যাবতীয় কাজ আরও সহজ করতে নিজেদের নতুন অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ (Full Version) লঞ্চ করতে চলেছে UIDAI। এখন থেকে সামান্য কাজের জন্য আধার সেন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দিন শেষ। স্মার্টফোনের একটি অ্যাপই হবে আপনার সব সমস্যার সমাধান।
ঘরে বসেই মোবাইল নম্বর আপডেট: এতদিন আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন বা যোগ করতে হলে আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন অ্যাপের সবথেকে বড় চমক হলো—এবার আপনি নিজের সুবিধামতো যে কোনও জায়গা থেকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। UIDAI তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বিশেষ ফিচারের কথা নিশ্চিত করেছে।
গোপন থাকবে আপনার ব্যক্তিগত তথ্য: নিরাপত্তার খাতিরে এই অ্যাপে যুক্ত করা হয়েছে এক দুর্দান্ত ফিচার। আপনি যদি ভেরিফিকেশনের জন্য কোথাও আধার কার্ড জমা দিতে চান, তবে এই অ্যাপের মাধ্যমে আপনার আধার নম্বর, জন্ম তারিখ বা ঠিকানার মতো সংবেদনশীল তথ্যগুলি হাইড বা গোপন রাখতে পারবেন। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরির ভয় থাকবে না।
জেরক্স নিয়ে ঘোরার দিন শেষ: নতুন আধার অ্যাপ চালু হওয়ার পর ফিজিক্যাল আধার কার্ড বা তার ফটোকপি (জেরক্স) পকেটে নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না। সরকারি বা বেসরকারি যে কোনও কাজে আপনি সরাসরি মোবাইল থেকেই ডিজিটাল আধার দেখাতে পারবেন। এতে যেমন কাগজের সাশ্রয় হবে, তেমনই কার্ড হারিয়ে যাওয়ার ভয় থেকেও মুক্তি মিলবে।
কীভাবে পাবেন এই অ্যাপ? নতুন আধার অ্যাপটি ইতিমধ্যেই গুগল প্লে-স্টোর (Android) এবং অ্যাপল অ্যাপ স্টোরে (iOS) উপলব্ধ। তবে আজকের পর থেকে এর ফুল ভার্সন এবং সমস্ত নতুন ফিচারগুলি ধাপে ধাপে ইউজারদের জন্য আনলক করে দেওয়া হবে।