আর.জি. কর কাণ্ডে চিকিৎসক তিলোত্তমা রায়ের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের মৃত্যুর বিচার দাবিতে তার বাবা-মা আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিকল্প স্থানে কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিলোত্তমার মা-বাবা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যতই ব্যারিকেড দেওয়া হোক, আমরা নবান্ন পৌঁছবই।”
গত বছর ৮ আগস্ট, অর্থাৎ ২০২৪ সালের এই দিনে, টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর তিলোত্তমা একটি সেমিনার হলে বিশ্রাম নিতে যান। পরের দিন সকালে সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। এক বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার বিচার না হওয়ায় তিলোত্তমার পরিবার হতাশ এবং ক্ষুব্ধ। এই ক্ষোভ থেকেই তারা নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন।
তিলোত্তমার বাবা বলেন, “তৃণমূল বলছে আমরা নাকি বিচার পেয়ে গেছি। তাদের উদ্দেশ্যে বলছি, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলেও জামিন পেয়ে গেছে। এরাও অপরাধী। আমার মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে এবং সেই দুর্নীতির সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসন যুক্ত। এর প্রতিবাদেই এই নবান্ন অভিযান।” তিনি মুখ্যমন্ত্রী এবং তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধেও তথ্য লোপাটের অভিযোগ তুলেছেন।
তিলোত্তমার মা বলেন, “সিবিআই অপদার্থ। সারদা-নারদা থেকে শুরু করে সব ক্ষেত্রেই তা প্রমাণিত। এই ৯ তারিখে আমরা প্রতিজ্ঞা করছি, যারা আমার মেয়ের স্বপ্নপূরণ করতে দেয়নি, আমি তাদের স্বপ্নপূরণ করতে দেব না। যারা আমার ঘুম কেড়ে নিয়েছে, তাদেরও যেন এমন দিন আসে, আমি তা দেখতে চাই।” তিনি আরও বলেন, “পরের দিন সকাল থেকেই কলকাতা পুলিশ তথ্যপ্রমাণ লোপাটের কাজ শুরু করেছিল। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই নবান্ন অভিযানের জন্য ব্যারিকেড দিয়েছেন।”
এই মুহূর্তে পুলিশ এবং পরিবারের মধ্যে নবান্ন অভিযান নিয়ে টানাপোড়েন চলছে। পরিবার বিকল্প স্থানে কর্মসূচিতে রাজি নয় এবং তাদের দাবি, তারা নবান্ন পর্যন্ত যাবেন। এই পরিস্থিতি আগামীকাল আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।