নবমীর সকালেই উপচে পড়া ভিড়! ৬৫ বছরেও কেন জলপাইগুড়ির এই রাজবাড়ির পুজোয় ডুব দেন দর্শনার্থীরা?

দুর্গোৎসবের প্রধান আকর্ষণ নবমীর সকাল। আর এই পবিত্র দিনেও ঐতিহ্যের টানে হাজারো মানুষের ঢল নামল জলপাইগুড়ির বুকে। এখানকার রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো এই বছর ৬৫তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার পুজো ‘রাজবাড়ির পুজো’ নামেই পরিচিত। নবমীর সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জানান দিচ্ছে, শত থিমের মাঝেও এই প্রাচীন পুজোর আকর্ষণ আজও অটুট।

দর্শনার্থীদের মতে, এই পুজোর পরিবেশ অন্য কোথাও পাওয়া যায় না। রাজবাড়ির সেই পুরোনো আমেজ, সাবেকিয়ানা এবং শান্ত আধ্যাত্মিক আবহ মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়।

প্রতি বছরই এই পুজোয় স্থানীয়দের পাশাপাশি জেলার বাইরে থেকেও বহু মানুষ ভিড় করেন। দর্শনার্থীরা মনে করছেন, এই রামকৃষ্ণ মিশনের পুজো শুধুমাত্র দেবীর আরাধনা নয়, এটি যেন জলপাইগুড়ির এক সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ। ৬৫ বছর ধরে চলে আসা এই পুজো যেন প্রতি বছরই নতুন করে মিলনক্ষেত্র তৈরি করে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy