নতুন সংসদে গরু আনার দাবি শঙ্করাচার্যের, বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য!

দেশের নতুন সংসদ ভবনে উদ্বোধনের সময় গরু নিয়ে আসা উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন জোশীমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। রবিবার তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

শঙ্করাচার্য প্রশ্ন তুলেছেন, “যদি গরুর মূর্তি সংসদে ঢুকতে পারে, তাহলে আসল গরু কেন না?” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তোলেন, সংসদে গরুর মূর্তি কোথায়? উত্তরে শঙ্করাচার্য ব্যাখ্যা দেন, নতুন সংসদ ভবনে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর হাতে যে সেঙ্গল (রাজদণ্ড) ছিল, সেখানেই একটি গরুর ছবি খোদাই করা দেখা গিয়েছে। এরপরেই তিনি যোগ করেন, “ওই দিন সংসদে একটি গরু নিয়ে যাওয়া উচিত ছিল। এবার প্রশাসন যদি তা না পারে, তাহলে আমাদের পক্ষ থেকে গোটা দেশের নানা প্রান্তের গরু নিয়ে যেতে পারি।”

গরুর প্রসঙ্গ এখানেই শেষ করেননি শঙ্করাচার্য। এদিন তিনি মহারাষ্ট্রের প্রশাসনের উদ্দেশে বলেন, “মহারাষ্ট্র সরকারের উচিত গরুকে সম্মান জানানোর জন্য একটি নীতি তৈরি করা। কেউ যদি গরুকে উত্ত্যক্ত না করে তার জন্য জরিমানাও ধার্য করা হোক।” পাশাপাশি, দেশজুড়ে যতগুলি বিধানসভা রয়েছে, সেখানে ‘রামাধাম’ নামে গোয়াল তৈরিরও দাবি জানান তিনি।

শঙ্করাচার্যের কথায়, “দেশজুড়ে ৪ হাজারের অধিক রামাধাম তৈরি করা প্রয়োজন। যেখানে গরুর নিরাপত্তা থেকে সকল পরিষেবার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, প্রায় শতাধিক গরু রাখারও জায়গা থাকবে। যিনি ওই গরুগুলির দেখভাল করবেন তাঁকে প্রতি মাসে দু’লক্ষ টাকা বেতন দেওয়া হবে।”

শঙ্করাচার্যের এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাঁর এই দাবিকে সমর্থন করলেও, অনেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy