বছরের প্রথম দিন যেখানে গোটা রাজ্য উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ১লা জানুয়ারি পিকনিকের আনন্দ ভাগ করে নিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পর্যটক বোঝাই একটি গাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে বর্ষবরণের হাসি-ঠাট্টা বদলে যায় আর্তনাদ আর কান্নায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত পর্যটকদের এই দলটি মগরাহাটের সংগ্রামপুর এলাকা থেকে এসেছিল। তাঁদের গন্তব্য ছিল পর্যটন কেন্দ্র বকখালি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতিবেগ বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সোজা রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের তৎপরতাতেই দ্রুত গাড়ি থেকে আহতদের বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। দুর্ঘটনাকবলিত গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার জন্য ক্রেন আনা হয়। এই ঘটনার জেরে বকখালিগামী রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে, বছরের প্রথম দিনে পর্যটকদের ভিড় সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে নজরদারি ও গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। আনন্দ ভ্রমণে এসে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে সংগ্রামপুর এলাকায়।