নতুন বছরেই বড় উপহার! প্রাথমিকে ১৩ হাজার পদে শিক্ষক নিয়োগের মেগা আপডেট

রাজ্যের শিক্ষক নিয়োগের জট কাটতে না কাটতেই এবার বড়সড় পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এসএসসি-র পর এবার প্রাথমিক স্কুলেও শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে তুঙ্গে। পর্ষদ সূত্রে খবর, রাজ্যে মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এই বিপুল সংখ্যক পদের বিপরীতে আবেদন জানিয়েছেন প্রায় ৬০ হাজার চাকরিপ্রার্থী। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে পর্ষদ।

পর্ষদের জারি করা সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে পর্ষদের নিজস্ব অফিসে সম্পন্ন হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউ শেষ হওয়ার পরপরই দ্রুততার সঙ্গে মেধাতালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পর্ষদ জানিয়েছে, চলতি বছরের একদম শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষভাগ থেকেই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে।

প্রাথমিক পর্যায়ে কেবল ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এই ধাপটি সম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায়ে রাজ্যের বাকি মাধ্যম ও সাধারণ স্কুলগুলিতে নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েনের পর পর্ষদের এই নয়া বিজ্ঞপ্তি কয়েক হাজার যোগ্য প্রার্থীর মনে নতুন করে আশার আলো জুগিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, ভিডিওগ্রাফি ও কেন্দ্রীয় নজরদারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy