নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন খারিজ; ‘ভাল পড়ুয়ারা আবার নিযুক্ত হয়ে যাবেন’—পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

এসএসসি (SSC)-র মাধ্যমে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানির সময় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই রায়ের পুনর্বিবেচনা করবে না এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশও দেবে না।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন:

“যখন কোনও নিয়োগ খারিজ হয়, তখন ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাঁরা ভাল পড়ুয়া তাঁরা আবার নিযুক্ত হয়ে যাবেন।”

নবনিযুক্তদের ১০ নম্বর বিতর্ক:

দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা বাকি রয়েছে। তবে এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।

বিতর্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছিল, পুরনোদের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে।

রেজাল্ট বের হওয়ার পর দেখা যায়, অনেক নবাগত চাকরিপ্রার্থী পরীক্ষায় ফুলমার্কস পাওয়ার পরও অভিজ্ঞতার অতিরিক্ত নম্বর না পাওয়ায় তাঁরা ভেরিফিকেশন প্রক্রিয়ায় ডাক পাননি।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ:

এই পরিস্থিতিতে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও, কোর্ট সেই সময়ও জানিয়ে দেয় যে তারা এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না এবং মামলাটি দেখবে কলকাতা হাইকোর্ট।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল—কোর্টের নির্দেশ ছিল দুর্নীতি মুক্ত পরীক্ষা। কিন্তু নতুনদের পরীক্ষা নেওয়ার কথা আদালত বলেনি। এই সিদ্ধান্ত যখন SSC নিয়েছে, বাকিটা তাঁদেরই সামলাতে হবে। এই মামলাটিও সুপ্রিম কোর্ট পুনরায় হাইকোর্টের দিকে ঠেলে দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy