‘নটি’ ও ‘ন্যাস্টি’ স্বরাষ্ট্রমন্ত্রী! ইডি-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ অমিত শাহের মন্ত্রকের

কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত হওয়া এবং নথিপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির ইডি সদর দফতরকে কড়া নির্দেশ দিয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার মধ্যে সম্পূর্ণ ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। রিপোর্টে জানতে চাওয়া হয়েছে—কোন কোন আধিকারিক উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কী কথা হয়েছে এবং ঠিক কী কী নথি মুখ্যমন্ত্রী সেখান থেকে নিয়ে গিয়েছেন।

মমতার বিস্ফোরক আক্রমণ ও হুঁশিয়ারি: আইপ্যাক কাণ্ডে সরাসরি অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে সরিয়ে রেখে তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। মমতা বলেন, “জঘন্য (Nasty) এবং দুষ্ট (Naughty) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ রক্ষা করতে পারেন না, আমার দলের নথিপত্র নিয়ে যাচ্ছেন। সাহস থাকলে ভোটে লড়াই করুন।” এমনকি পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে বিজেপি অফিসেও রেড করানো হবে। তাঁর অভিযোগ, ভোটের মুখে তৃণমূলের রণকৌশল এবং প্রার্থী তালিকা চুরি করতেই এই অভিযান।

ইডি-র পাল্টা বিবৃতি: ইডি-র পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, মুখ্যমন্ত্রী আসার আগে পর্যন্ত তল্লাশি প্রক্রিয়া অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং শান্তিপূর্ণভাবে চলছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বিশাল পুলিশবাহিনী নিয়ে ঢোকার পরেই পরিস্থিতি বদলে যায়। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযোগীরা জোর করে ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছেন, যা তদন্তের প্রক্রিয়ায় বড় ধরনের বাধা (Obstruction of Justice)।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy