নক্ষত্রের মতো বাড়ছে গ্রহ! মহাজাগতিক রহস্য Cha 1107-7626 নিয়ে তোলপাড় বিজ্ঞানমহল

মহাশূন্যের বুকে প্রতি মুহূর্তে আড়ে-বহরে বাড়ছে এক রহস্যময় মহাজাগতিক বস্তু, যার নাম Cha 1107-7626। এই বস্তুটি চরিত্রগতভাবে গ্রহ হলেও, এর আচরণ একেবারে নক্ষত্রের মতো। পৃথিবী থেকে ৬২০ আলোকবর্ষ দূরত্বে ক্যামিলিয়ন নক্ষত্রপুঞ্জের মধ্যে এটি অবস্থান করছে। এটিকে বিজ্ঞানীরা ‘পাজি গ্রহ’ (naughty planet) বলে অভিহিত করছেন।

গ্রহ, নাকি নক্ষত্র?
আয়তনে Cha 1107-7626 আমাদের বৃহস্পতির চেয়ে ৫-১০ গুণ বড়। এটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে না, বরং নিজের মতো মহাকাশে ভেসে বেড়াচ্ছে। এই ধরনের মহাজাগতিক বস্তুকে Free-Floating Planetary-Mass Object (FFPMOs) বলা হয়। তবে এর অস্বাভাবিক আচরণই বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।

বিশাল বস্তু গিলে নেওয়া: চমকপ্রদ তথ্য হলো, বস্তুটি অস্বাভাবিক হারে বাড়ছে। প্রতি সেকেন্ডে এটি ৬৬০ কোটি টন গ্যাস ও ধুলো গিলে নিচ্ছে!

তীব্র বিস্ফোরণ: অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি অফ পালেরমোর বিজ্ঞানী ভিক্টর আলমেন্দ্রস-আবেদ বলেন, যে হারে গ্যাস ও ধুলো এটি গিলে খাচ্ছে, সেই সময় তাপমাত্রা এত বেশি হচ্ছে যে তীব্র বিস্ফোরণ ঘটছে, যা কমপক্ষে দুই মাস দীর্ঘস্থায়ী হচ্ছে। সাধারণত জন্মলগ্নে কেবল নক্ষত্রের মধ্যেই এমনটা দেখা যায়।

রহস্যে ঘেরা সৃষ্টি
Cha 1107-7626 গ্রহটিকে প্রথম আবিষ্কার করা হয় ২০০৮ সালে। এর চারপাশের বলয় থেকে গ্যাস ও ধুলো গিলে খেতে দেখেই সেটির প্রতি বিজ্ঞানীদের আগ্রহ জন্মায়। সেই বলয়ে সিলিকেট এবং হাইড্রোকার্বন রয়েছে, যা শিশু-নক্ষত্রদের চারপাশেও দেখা যায়।

FFPMOs-এর সৃষ্টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ধন্দ রয়েছে:

ছিটকে যাওয়া: কেউ কেউ মনে করেন, এটি কোনো নক্ষত্রের কাছাকাছি জন্ম নিয়েছিল এবং অভিকর্ষের দরুণ পরবর্তীতে ছিটকে যায়।

স্বতঃস্ফূর্ত জন্ম: অনেকে আবার মনে করেন, এটি নক্ষত্রের মতো আপনা থেকেই জন্ম নেয়, কিন্তু চারপাশে পর্যাপ্ত স্থান না পাওয়ায় নক্ষত্রের মতো বাড়তে পারেনি।

বর্তমানে, এই ‘পাজি গ্রহ’র শুরু কোথায় আর কোথায় গিয়ে এর বৃদ্ধি শেষ হবে—তা নিয়ে বিজ্ঞানীরা কিনারাহীন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy