নকল আধার কার্ড বানিয়ে ছিলেন ভারতে, বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বাংলায়

ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে আবারও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জাল ভারতীয় আধার কার্ড ব্যবহার করে সে অবৈধভাবে ভারতে বসবাস করছিল বলে জানা গেছে। সোমবার ভোরে সশস্ত্র সীমা বল (SSB)-এর ৪১ নম্বর ব্যাটালিয়নের বিশেষ অপারেশন গ্রুপের সদস্যরা তাকে আটক করে।

পুলিশ ও SSB সূত্র অনুযায়ী, আটককৃত যুবকের নাম পলাশচন্দ্র রায় (২৭), সে বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জের বাসিন্দা। সে পানিট্যাঙ্কি এলাকায় তার মামার বাড়িতে থাকছিল।

SSB আধিকারিকরা জানিয়েছেন, সোমবার ভোরে পলাশকে পুরোনো মেচি সেতুর কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। তাকে বর্ডার আউট পোস্টে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এবং স্কুলের সার্টিফিকেট উদ্ধার হয়। একইসঙ্গে তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ডও পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে পলাশ স্বীকার করে যে, সে ২০২৪ সালের অক্টোবর মাসে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর সে ছোট বিদরাজোত গ্রামে জগদীশ বর্মন নামে তার মামার বাড়িতে থাকতে শুরু করে। SSB সূত্রে খবর, এই জগদীশ বর্মন সীমান্ত এলাকায় জাল নথি ও অবৈধ পাচারের সঙ্গে জড়িত।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সন্ধ্যায় SSB ধৃত পলাশচন্দ্র রায়কে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা ভারত-নেপাল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং জাল নথি তৈরির চক্রের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy