শীতের প্রাক্কালে ফের ঘূর্ণিঝড়ের প্রমাদ গোনা শুরু। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হচ্ছে। ‘মন্থা’ নামক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে চূড়ান্ত সতর্কতা ও তৎপরতা শুরু হয়েছে।
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও লাগোয়া দক্ষিণ-পূর্ব অংশে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
আজ রাতে ‘মন্থা’-র গতিবিধি ও ল্যান্ডফল পূর্বাভাস
আইএমডি-র সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় সাইক্লোন ‘মন্থা’ বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে সরবে এবং আরও শক্তি বাড়াবে। আজ, ২৭ অক্টোবর ভোর ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চেন্নাই থেকে প্রায় ৫৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।
এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে ২৮ অক্টোবর সন্ধ্যায় বা রাতের দিকে কলিঙ্গপটনম ও কাকিনাড়ার মাঝামাঝি অন্ধ্র উপকূলের কাছে। তবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলেও দুর্যোগের সম্ভাবনা প্রবল বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
বাংলায় ৪ দিন ধরে দুর্যোগ?
ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: আজ, সোমবার থেকেই উপকূলীয় এলাকা ও সমুদ্রের ধারে মাইকে সতর্ক করছে প্রশাসন।
বৃষ্টির আশঙ্কা: ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ চার দিন ধরে, রাজ্যের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশার পুরীর সমুদ্র সৈকতেও চলছে সতর্কতা, লাইফগার্ডরা পর্যটকদের বারবার সতর্ক করছেন।
‘মন্থা’ নামের অর্থ কী?
ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ (Mantha) কেন হল? কে দিল এই নাম?
ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, এই নামটি দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ হলো সুগন্ধী ফুল।
ট্রপিক্যাল সাইক্লোনের নামকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম রয়েছে যে, এমন কোনও নাম ব্যবহার করা যাবে না যা কোনও ধর্ম, জাতি, সংস্কৃতি বা সম্প্রদায়কে আঘাত করে। নামটি আট শব্দের বেশি বড় হবে না এবং অন্যান্য দেশেও উচ্চারণে সহজ হতে হবে। একবার ব্যবহৃত নাম পরবর্তীকালে পুনরাবৃত্তি করা যায় না।
এখন আবহাওয়া দফতরের সমস্ত নজর রয়েছে বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে, কারণ এর প্রভাব সরাসরি বাংলার উপকূলে পড়তে পারে।