গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ধূপগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় ঘটেছে, যা অতিরিক্ত পুলিশ সুপারের (গ্রামীণ) কার্যালয় থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা এবং থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এই অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদও উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্জন বাড়ির ভিতরে রাখা বিলাসবহুল একটি গাড়ির ভেতর থেকে মোট ১১ পেটি কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে, যা প্রায় ১৪০০ বোতলের সমান। এর আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম রাজু দাস (গায়েরকাটা) এবং সত্যজিৎ রায় (মধ্যপাড়া, ধূপগুড়ি)। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এই চক্রের সঙ্গে জড়িত ছিল এবং শহরের মধ্যে কাফ সিরাপ পাচারের কাজ করত। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দা তাপস ঘোষ বলেন, “অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের পাশেই এত বড় মাদক কারবার চলছিল, তা বিশ্বাস করা কঠিন। তবে পুলিশের এই সক্রিয়তায় আমরা খুশি। আমরা চাই দোষীরা যেন কঠোর শাস্তি পায়।”
মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা জানিয়েছেন, “গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয় এবং গাড়িটি চিহ্নিত করে তল্লাশি করা হয়। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং এই চক্রের পেছনে থাকা বাকি অপরাধীদেরও খুঁজে বের করব।” পুলিশ আরও জানিয়েছে যে, এই ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে চলবে।