“ধুমকেতু তো আমারই ছবি…, শুভশ্রীকে অন্ধের মতো বিশ্বাস করি”- বললেন রাজ চক্রবর্তী

গত ৪ আগস্ট ‘ধুমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে দেখে অনেকেই মজা করে নানা ধরনের মিম তৈরি করেছেন। এই অনুষ্ঠানে দেবকে শুভশ্রীর সঙ্গে বেশ মজা করতে দেখা যায়। কথা প্রসঙ্গে দেবের ‘খাদান’ এবং রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ছবির প্রসঙ্গ উঠে আসে। যেহেতু দুটি ছবি একই সময়ে মুক্তি পেয়েছিল, তাই বক্স অফিসে তাদের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল।

‘সন্তান’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেব পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “রাজ কিছুটা আমারই মতো। আর ‘সন্তান’ তো আমারই সিনেমা।” দেবের কথায় হাসতে হাসতে শুভশ্রী তখন মজা করে বলেন, “ভাগ্যিস বলে দেয়নি, আমারই সন্তান!”

এবার দেবের এই মন্তব্যের মতোই কথা বলতে শোনা গেল রাজ চক্রবর্তীকে। নিউজ এইট্টিন বাংলার তরফ থেকে ‘ধুমকেতু’ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে রাজ বলেন, “আমি অবশ্যই চাই ‘ধুমকেতু’ সাফল্য অর্জন করুক। কেনই বা চাইব না, ‘ধুমকেতু’ তো আমারই ছবি। আর শুধু ‘ধুমকেতু’ কেন, যেকোনো বাংলা ছবিই আমারই ছবি। তাই একজন বাঙালি পরিচালক হিসেবে আমি চাই ‘ধূমকেতু’ সাফল্য অর্জন করুক।”

এরপরই উঠে আসে শুভশ্রী প্রসঙ্গ। দেবের সঙ্গে শুভশ্রীর এক মঞ্চে উপস্থিতি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে বিভিন্ন মিম তৈরি করেছেন। দেবের সঙ্গে স্টেজ শেয়ার করায় রাজের কোনো আপত্তি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “কেন আপত্তি থাকবে? আপত্তি থাকার তো কথা নয়।”

রাজ আরও বলেন, “ও আমার স্ত্রী। আমি ওকে পুরোপুরি সমর্থন করি, আর ও আমাকে পুরোপুরি সমর্থন করে। আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করি। তাই এখানে ওকে সমর্থন না করার মতো কোনো কারণ নেই। আমি অবশ্যই শুভশ্রীকে সমর্থন করব।”

সবশেষে বাংলা ছবির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে রাজ বলেন, “আগামী ১৪ আগস্ট ‘ধুমকেতু’ মুক্তি পাচ্ছে। আপনারা সবাই ছবিটি অবশ্যই দেখতে আসুন। আমি চাই এই ছবিটি সাফল্য পাক, তার অন্যতম কারণ হলো এই ছবিতে আমার স্ত্রী শুভশ্রী অভিনয় করেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলুন।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy