ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন কর্ণাটকের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি এবং প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না। শুক্রবার বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত এই রায় দিয়েছে। শনিবার আদালত তার সাজা ঘোষণা করবে।
ঘটনাটি ২০২১ সালের করোনাভাইরাস লকডাউন চলাকালীন ঘটেছিল। প্রজ্জ্বলের বিরুদ্ধে হাসান জেলার হোলেনারাসিপুরা গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৪৮ বছর বয়সী এক পরিচারিকা। তিনি অভিযোগ করেন যে, প্রজ্জ্বল প্রথমে তার খামারবাড়িতে এবং পরে নিজের বাড়িতে তাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে ওই মহিলাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
পুলিশ তদন্ত শুরু করার পর প্রজ্জ্বলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এর মধ্যে ছিল ৩৭৬ (২) (কে) (ক্ষমতা বা নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে ধর্ষণ), ৩৭৬ (২) (এন) (একাধিকবার ধর্ষণ), ৩৫৪ এ (যৌন হেনস্থা), ৩৫৪ বি (বিবস্ত্র করা), ৩৫৪ সি (যৌন নিপীড়ন), ৫০৬ (হুমকি দেওয়া) এবং ২০১ (প্রমাণ লোপাট) ধারা। এছাড়াও তথ্য-প্রযুক্তি আইনের ৬৬ ই ধারায় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও ছিল।
আদালতে সমস্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জনতা দল (সেকুলার)-এর প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে এই রায় কর্ণাটকের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন সবার নজর শনিবারের দিকে, যখন আদালত প্রজ্জ্বলের সাজা ঘোষণা করবে।