ত ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিথুন মানহাস। তিনি বিসিসিআই-এর ৩৭তম সভাপতি। এই পদে আসীন হয়ে মানহাস এক বিরল নজির গড়েছেন। তাঁর নির্বাচন বোর্ডের পূর্ববর্তী সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং রজার বিন্নিদের থেকে একেবারেই আলাদা।
মিথুন মানহাসই হলেন বিসিসিআই-এর প্রথম ‘আন-ক্যাপড’ সভাপতি, অর্থাৎ তিনি এমন একজন ক্রিকেটার যিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি।
সৌরভ-বিন্নিদের চেয়ে কতটা আলাদা মিথুন?
মানহাসের পূর্বসূরি রজার বিন্নি এবং সৌরভ গাঙ্গুলি— দু’জনেই ভারতীয় ক্রিকেটের জন্য দীর্ঘ সময় ধরে খেলেছেন। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় এবং সফলতম অধিনায়ক হিসেবে পরিচিত। তিনি এক দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলেছেন এবং প্রায় পাঁচ বছর দলের নেতৃত্বে ছিলেন। অন্যদিকে, রজার বিন্নি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এবং বল-ব্যাট হাতে ভারতকে চ্যাম্পিয়ন করতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
সেদিক থেকে দেখতে গেলে, মিথুন মানহাসের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নেই। তবে এই দায়িত্ব গ্রহণ তাঁর জন্য এক বিরাট চ্যালেঞ্জ এবং একইসঙ্গে এক বিরাট সম্মান।
ঘরোয়া ক্রিকেটের ‘কিংবদন্তি’:
১৯৭৯ সালের ১২ অক্টোবর জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া মিথুন মানহাস, বিসিসিআই-এর সভাপতি হওয়ার আগে জম্মু ও কাশ্মীর ক্রিকেট বোর্ডের প্রশাসকের পদে ছিলেন। যদিও ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি, তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এক বিশাল নাম। ৪৫ বছর বয়সী মানহাস দিল্লির হয়ে দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং দীর্ঘকাল দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং পার্ট-টাইম ডানহাতি স্পিনার ছিলেন। পাশাপাশি, তিনি পার্ট-টাইম উইকেটকিপারের ভূমিকাও পালন করতেন।
মানহাস তাঁর ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফ সেঞ্চুরিসহ মোট ৯,৭১৪ রান করেছেন। ১৩০টি লিস্ট এ ম্যাচে তাঁর সংগ্রহ ৪,১২৬ রান এবং ৯১টি টি-২০ ম্যাচে ১,১৭০ রান। আইপিএল-এ তিনি চেন্নাই সুপার কিংস এবং পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ের দিকে মনোনিবেশ করেন এবং গুজরাট টাইটান্সের কোচিং টিমের অংশ ছিলেন।
বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এই বিশাল বোর্ড পরিচালনার পাশাপাশি পুরুষ ও মহিলা ক্রিকেটের ধারাবাহিক অগ্রগতির জন্য মানহাস কী নতুন পদক্ষেপ গ্রহণ করেন, তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।