দেশের রক্ষকই ভক্ষক! ২০০ কেজির বেশি নিষিদ্ধ মাদক-সহ পুলিশের জালে ধৃত প্রাক্তন কমান্ডো, চাঞ্চল্যকর তথ্য

দেশের সুরক্ষার দায়িত্বে থাকা একজন প্রাক্তন কমান্ডোই এখন নিষিদ্ধ মাদক চোরাচালান নেটওয়ার্কের মূল হোতা! এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের জালে ধরা পড়লেন জাতীয় সুরক্ষা বাহিনীর (NSG) প্রাক্তন কমান্ডো তথা গাঁজা চোরাচালান চক্রের ‘মাথা’।

গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি ২৬/১১ মুম্বই তাজ হামলার অপারেশনেও অংশ নিয়েছিলেন।

রাজস্থান থেকে গ্রেফতারি
দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এই প্রাক্তন কমান্ডো। তাঁকে ধরতে ২৫,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অবশেষে, গত বুধবার রাতে রাজস্থানের চুরু থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তল্লাশি অভিযান চালিয়ে তাঁর থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি নিষিদ্ধ মাদক (গাঁজা) উদ্ধার করা হয়েছে। যা এই চক্রের বিপুল আয়তনের প্রমাণ দেয়।

বিপুল গাঁজা পাচারের অভিযোগ
পুলিশ জানিয়েছে, ওই প্রাক্তন কমান্ডোর বিরুদ্ধে ওড়িশা, তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্যে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার গুরুতর অভিযোগ রয়েছে। কীভাবে একজন দেশরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি মাদকের এমন বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ এখন তাঁকে জেরা করে এই চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy