দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে IIT, আমেরিকায় আউট রিচ সেন্টার খুলতে চলেছে আইআইটি খড়গপুর!

দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়গপুর, এবার বিদেশে তাদের দ্বিতীয় শাখা চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এবার আমেরিকার মাটিতে একটি আউট রিচ সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করেছে।

হিউস্টনে প্রাক্তনী দান করলেন বাড়ি

 

সোমবার দেশের প্রথম আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত ডাকটিকিট প্রকাশের পর সাংবাদিক বৈঠকে প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

  • স্থানের নাম: আমেরিকার টেক্সাস অঞ্চলের হিউস্টন শহরে এই আউট রিচ সেন্টারটি গড়ে উঠবে।

  • দানের উৎস: আইআইটি খড়গপুরের এক প্রাক্তনী, অশোক দে সরকার, তাঁর হিউস্টন শহরের একটি বড় বাড়ি শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই সেন্টার গড়ার জন্য দান করেছেন।

  • পঠনপাঠনের বিষয়: এই সেন্টারটিতে শুধুমাত্র টেকনোলজি বিষয়ক বিষয়ে পঠনপাঠন হবে না, বরং বিভিন্ন সামাজিক বিষয়েও পঠনপাঠনের চিন্তাভাবনা রয়েছে।

  • প্রশাসনিক অনুমোদন: অধিকর্তা জানান, এই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট ইতিমধ্যেই ভারত সরকারের শিক্ষামন্ত্রকে জমা দেওয়া হয়েছে।

৭৫ বছর পূর্তি ও বিশেষ ডাকটিকিট

 

  • ডাকটিকিট প্রকাশ: ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার ভারতীয় ডাক বিভাগের তরফে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশিত হয়।

  • প্রকাশের স্থান: শান্তিনিকেতনের রাঙাবিতানে এই ডাকটিকিট আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পায়।

  • উপস্থিতি: অনুষ্ঠানে কলকাতাস্থিত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গাইল্‌স-ডিয়াজ এবং রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার উপস্থিত ছিলেন। আইআইটি খড়গপুর ফাউন্ডেশন, আমেরিকার প্রেসিডেন্ট অশোক দে সরকারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ছবি দেওয়া প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ডাকটিকিট এদিন থেকে দেশের ১ লক্ষ ডাকঘরে পাওয়া যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy