সারা বিশ্বে প্রতিটি রেলস্টেশনেরই একটি নির্দিষ্ট নাম থাকে, কিন্তু ভারতে এমন একটি রেলস্টেশন আছে যার কোনো নাম নেই। স্টেশনটির সাইনবোর্ডে হলুদ রঙ করা থাকলেও সেখানে কোনো নাম লেখা নেই। এটি রয়েছে পশ্চিমবঙ্গে, বাঁকুড়া-মশাগ্রাম রুটে।
এই নামহীন স্টেশনটি প্রতিদিন সচল থাকে এবং দিনে ৬ বার ট্রেনও থামে। যাত্রীরা নিয়মিত ওঠানামা করেন, রেলকর্মী এবং স্টেশনমাস্টারও রয়েছেন। তবে স্টেশনের নাম না থাকায় নতুন যাত্রীরা প্রায়ই সমস্যায় পড়েন। তাদের আশপাশের এলাকা সম্পর্কে জানতে রেলকর্মী বা স্থানীয়দের সাহায্য নিতে হয়।
জানা গেছে, ২০০৮ সাল পর্যন্ত এই স্টেশনটির একটি নাম ছিল। কিন্তু স্টেশনের নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে বিবাদ শুরু হয়। ‘রাইনগর’ না ‘রায়না’, এই দুটি নামের মধ্যে কোনটি রাখা হবে তা নিয়ে স্থানীয়রা রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। বিবাদ ক্রমশ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়ায়।
এই আইনি জটিলতার কারণে রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে স্টেশনের নাম মুছে দেয় এবং তখন থেকেই স্টেশনটি নামহীন অবস্থায় রয়েছে। যতদিন পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত রায় না আসছে, ততদিন এই স্টেশনটি নামহীনই থাকবে।
এই অদ্ভুত ঘটনাটি বাঁকুড়া-মশাগ্রাম রুটের এই স্টেশনটিকে ভারতের একমাত্র ‘নামহীন’ রেলস্টেশন হিসেবে চিহ্নিত করেছে। এখন সবাই অপেক্ষা করছে, কবে এই মামলার মীমাংসা হবে এবং এই সক্রিয় স্টেশনটি তার নিজস্ব একটি নাম ফিরে পাবে।