দুর্যোগ কেটেছে, কাটেনি আতঙ্ক, আলিপুরদুয়ারের শালকুমারে এখনও হাঁটু সমান কাদা, ঘর-বাড়ি নিজেরাই পরিষ্কার করছেন দুর্গতরা

প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি আলিপুরদুয়ার এক ব্লকের শালকুমার এলাকার জনজীবন। বিশেষ করে নতুন পাড়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের মনে এখনও সেই রাতের আতঙ্কের ছাপ স্পষ্ট। বাসিন্দারা বলছেন, গত এক সপ্তাহ ধরে তাঁরা প্রায় না খেয়েই দিন কাটাচ্ছেন।

এখনও এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলে দেখা যায় এক পা কাদা জমে রয়েছে। সেগুলি তাঁরা নিজেরাই পরিষ্কার করছেন। অধিকাংশ বাড়ি ভেঙে রয়েছে, যেগুলির মেরামতি প্রয়োজন।

সেই ভয়াবহ রাত, যখন শিসামারা নদী রুদ্রমূর্তি ধারণ করেছিল
এলাকার বাসিন্দারা ৫ অক্টোবর তারিখটি কখনও ভুলতে পারবেন না। এই এলাকার পাশ দিয়ে বয়ে যায় শিসামারা নদী, যার জল সারাবছরই কম থাকে। কিন্তু এক সপ্তাহ আগের বৃষ্টিতে নদী ভয়াবহ রূপ নিয়েছিল। নদীর জলের স্রোতে ভেঙে গিয়েছিল শিসামারা বাঁধ। নিমেষের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় গোটা গ্রামে।

আলিপুরদুয়ারের ওই এলাকাবাসীদের কথায়, শিসামারা নদীর এমন ভয়ানক রূপ তাঁরা আগে কখনও দেখেননি। গ্রামের এক মহিলা সবিতা বর্মন জানান, “আমরা গ্রামের মহিলারা শিশু ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে চলে গিয়েছিলাম। ভয়াবহ ওই রাত আমরা ভুলব না। এখনও আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারছি কই?”

বর্তমানে এই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তবুও ভয় যেন পিছু ছাড়ছে না বাসিন্দাদের। সামান্য বৃষ্টি দেখলেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন। দ্রুত পরিস্থিতির স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুণছেন এই এলাকার মানুষজন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy