দুর্নীতির বিচারে তৃতীয় দিন, নথিপত্র নিয়ে সিবিআইয়ের প্রতি বিচারকের ক্ষোভ

আর জি কর দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার তৃতীয় দিনেও প্রয়োজনীয় নথি পেশ করতে না পারায় আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির (সিবিআই) ওপর গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। বিচারক প্রশ্ন তোলেন, বারবার নির্দেশের পরেও কেন সমস্ত নথি আদালতে আনা হচ্ছে না। এই ঘটনায় সিবিআইয়ের স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে (পিপি) বিচারকের উষ্মার মুখে পড়তে হয়।

আজ, মঙ্গলবার, সাক্ষ্যগ্রহণ পর্বের তৃতীয় দিনে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা, যিনি এই মামলায় টালা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্ত সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তাকে একাধিক প্রশ্ন করেন। তবে, সেই সব প্রশ্নের জবাবে ওই কর্তা বারবার ‘মনে পড়ছে না’ বা ‘জানি না’ বলে এড়িয়ে যান।

এই পর্বে অভিযুক্তের আইনজীবী সিবিআইকে একটি নির্দিষ্ট নথি পেশ করতে বললে, সিবিআইয়ের আইনজীবী জানান যে সেই মুহূর্তে নথিটি তাদের কাছে নেই। এই কথা শুনে বিচারক তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “বিচার প্রক্রিয়ায় নথির গুরুত্ব অপরিসীম। অথচ, প্রয়োজনীয় নথিগুলোই পাওয়া যাচ্ছে না।” তিনি আরও বলেন, “সমস্ত নথি নিয়ে আদালতে উপস্থিত থাকার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল।”

এর উত্তরে সিবিআই জানায় যে মামলায় নথিপত্রের সংখ্যা অনেক বেশি এবং এত নথি একসঙ্গে আনা সম্ভব নয়। অন্যদিকে, সন্দীপের আইনজীবী আদালতের কাছে প্রশ্ন রাখেন, “কী প্রশ্ন করা হবে, তা কি আগে থেকে বলে দিতে হবে?”। এরপর বিচারক কঠোরভাবে নির্দেশ দেন, “কাল অবশ্যই সমস্ত নথি নিয়ে আসতে হবে। কাল ফের সাক্ষ্যগ্রহণ হবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy