দুর্গাপূজার মাঝেই হাড়হিম করা কাণ্ড! রামসাগরে ভাড়া বাড়ির দরজা ভেঙে উদ্ধার যুগলের পচাগলা ঝুলন্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

দুর্গাপূজার উৎসবের মাঝেই এক ভয়াবহ ও রহস্যজনক ঘটনার সাক্ষী হলো বাঁকুড়ার ওন্দা থানা এলাকার রামসাগর। অষ্টমীর রাতে তীব্র পচা গন্ধের সূত্র ধরে পুলিশ একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, মৃত দু’জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মাত্র এক মাস আগে বাড়িটি ভাড়া নেন। তাঁরা নিজেদের আধার কার্ডের জেরক্স কপিও দিয়েছিলেন। আধার কার্ড থেকে জানা যাচ্ছে, মৃতদের নাম রাজেশ গোস্বামী (৩০) ও রূপালি গোস্বামী (২৮)। তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাগমারি এলাকায়।

রহস্য ঘনীভূত
পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা দু’জনেই আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পর বেশ কয়েক দিন কেটে যাওয়ায় মৃতদেহগুলি পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে। যা দেখে মনে করা হচ্ছে, বেশ কিছুদিন আগেই তাঁরা এই চরম পদক্ষেপ নিয়েছেন।

পুলিশকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে আত্মহত্যার কারণ। মাত্র এক মাস আগে বাইরে থেকে এসে ভাড়া নিয়ে এই যুগল কেন একসঙ্গে আত্মহত্যা করলেন? বাড়ির মালিক বা প্রতিবেশীর সঙ্গেও তাঁদের তেমন কোনো কথাবার্তা বা যোগাযোগ ছিল না।

ওন্দা থানার পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া আধার কার্ড খতিয়ে দেখে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy