রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার জন্য আজ, সোমবার বিকেল সাড়ে চারটে থেকে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে রিভিউ করবেন বলে নবান্ন সূত্রে খবর।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
পথশ্রী ও আবাস যোজনা: দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্য সরকার আবারও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার অর্থ দেওয়া শুরু হবে বলেও জানানো হয়েছে।
অনিয়ম রুখতে SOP: এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য ইতিমধ্যেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) প্রকাশ করা হয়েছে। এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন, জেলা প্রশাসনকে কড়াভাবে সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে।
পরিযায়ী শ্রমিক ও কর্মসংস্থান:
নবান্ন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলাদা করে আলোচনা করা হয়। রাজ্যে ফিরে এসে যাঁরা শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের দ্রুত কর্মশ্রী প্রকল্পের আওতায় এনে কাজের সুযোগ করে দিতে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। আশা করা হচ্ছে, এই নির্দেশ গ্রামীণ কর্মসংস্থানের গতি বাড়াবে।
পূজার প্রস্তুতি ও জনস্বাস্থ্য:
দুর্গাপূজার মরসুমের আর মাত্র কিছু দিন বাকি। এই আবহে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও ঋণপ্রদানের ব্যবস্থা, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উদ্বোধন ও কার্নিভালের সুষ্ঠু আয়োজন এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিয়েও মুখ্যসচিব গুরুত্ব দেন।
বিশেষত, পুজোর মরসুমে জল জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে না-বাড়ে, সে বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
প্রশাসনিক মহলের একাংশের দাবি, পূজার আগে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে এই বৈঠক এক নতুন দিশা দেখাবে। পথশ্রী ও আবাস যোজনার মতো প্রকল্প ফের শুরু হলে গ্রামীণ পরিকাঠামো ও সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়বে বলে আশা করছে রাজ্য সরকার।