দুর্গাপুর নগর নিগমের গ্যারেজে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। রবিবার সকালে নগর নিগমের বর্জ্যবাহী গাড়ি এবং রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একাধিক গাড়ির ব্যাটারি-সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে যায়। ভগৎ সিং ক্রীড়াঙ্গণের পেছনে অবস্থিত এই গ্যারেজে প্রায় ৩০০টি গাড়ি থাকে এবং নজরদারির জন্য নিরাপত্তারক্ষীরাও মোতায়েন থাকেন। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
চুরি ও অভিযোগ দায়ের
-
চুরির ঘটনা: রবিবার সকালে নগর নিগমের কর্মীরা কাজে এসে দেখেন, দুটি ট্রাক্টর এবং দুটি ডাম্পারের ব্যাটারি উধাও। এরপরেই নগর নিগমের আধিকারিকদের খবর দেওয়া হয়।
-
পুলিশের কাছে অভিযোগ: রবিবার রাতেই নগর নিগমের তরফ থেকে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এসিপি দুর্গাপুর সুবীর রায় জানিয়েছেন, সিটি সেন্টার ফাঁড়ির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “নিরাপত্তারক্ষী থাকতেও কীভাবে চুরির ঘটনা ঘটল, তা জানতে তাঁদেরও জিজ্ঞাসাবাদ চালানো হবে।”
শাসক-বিরোধী চাপানউতোর
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরপিতা তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বড় দরজা রয়েছে গ্যারেজের, কিন্তু নেই পাঁচিল। নেই সিসি ক্যামেরা। সরকারি সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে, তো সাধারণ মানুষকে কী করে নিরাপত্তা দেবে এই রাজ্যের সরকার? এই চুরির পিছনে নগর নিগমেরই কোনও কর্মীর হাত নেই তো? আমরা সঠিক তদন্ত চাইছি।”
পাল্টা দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান তৃণমূলের ধর্মেন্দ্র যাদব বলেন, “এই গ্যারেজের কিছু কাজ, যেমন পাঁচিল নির্মাণের কাজ, এখনও বাকি রয়েছে। আমরা নিরাপত্তারক্ষীদের নজরদারি বাড়ানোর কথা আগেই জানিয়েছিলাম। তবে বেশি কিছু চুরি যায়নি। আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে দেখছে।”