দুর্গাপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে ফুঁসছে স্থানীয়রা। রবিবার সকালে এই রাস্তার সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ জানাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির জলে ধানের চারা পুঁতে এবং মাছ ছেড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, একদা শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং ৩ নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা জানান, পিচের আস্তরণ উঠে গিয়ে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলি ভরে যাওয়ায় রাস্তাটি এখন কার্যত জলমগ্ন ডোবায় পরিণত হয়েছে। নিত্যযাত্রীদের জন্য এই রাস্তা এখন আতঙ্কের আরেক নাম।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর চলাচল করে, অথচ প্রশাসন চোখ বুজে আছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তার হাল ফিরছে না। আমরা তাই মাছ ছেড়ে ধান রোপণ করেছি, কারণ এই রাস্তা এখন চাষের জমির চেয়ে আলাদা কিছু নয়।” তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে রাস্তা সংস্কার না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
তবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী এই বিষয়ে বলেন, “বর্ষার কারণে কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে টেন্ডার হয়ে যাওয়ার পরও পিচ রাস্তার মেরামতির কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলেই দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।”
উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি ও কনিষ্ক রোডের মাঝামাঝি রাস্তায় একটি বিরাট ধস দেখা গিয়েছিল। এছাড়াও আসানসোলেও জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে দুর্গাপুর নগর নিগমের আশ্বাস সত্ত্বেও, রাস্তার বেহাল দশা নিয়ে বিজেপি এবার পথে নেমে সরব হল।