দুধ বা চিকিৎসার খরচ দিত না, অন্তঃসত্ত্বা অবস্থায় ১০০ টাকায় পেট চালাতাম!’ প্রাক্তন স্ত্রীর অভিযোগের মুখে কুমার শানু, বলিউড উত্তাল

একের পর এক বিবাহবহির্ভূত সম্পর্ক এবং গার্হস্থ্য নির্যাতনের অভিযোগের জেরে বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তারকা সঙ্গীতশিল্পী কুমার শানু। এই আবহে তাঁর প্রথম পক্ষের স্ত্রী রীতা ভট্টাচার্য সংবাদমাধ্যমে মুখ খোলায়, তাঁকে আইনি নোটিস পাঠালেন শিল্পী। কুমার শানুর অভিযোগ, রীতার করা ‘মিথ্যে’ অভিযোগে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে।

সম্প্রতি অভিনেত্রী কুনিকা সদানন্দ কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সেই বিতর্কের মাঝেই প্রাক্তন স্ত্রী রীতা সংবাদমাধ্যমকে জানান, তৃতীয় সন্তান গর্ভে থাকাকালীনই কুমার শানু তাঁর ওপর অত্যাচার চালাতেন এবং দুই সন্তান-সহ তাঁকে কার্যত পথে বসানো হয়।

রীতার বিস্ফোরক দাবি: ‘বালাসাহেবের হস্তক্ষেপে পেলাম বাংলো’
কুমার শানুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন রীতা:

দৈনিক ১০০ টাকায় জীবন: বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন রীতা অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় কুমার শানু তাঁকে দিন পিছু মাত্র ১০০ টাকা দিতেন, যা দিয়ে তিনি দুই ছেলের পেট ভরাতে বাধ্য হতেন। রীতা জানান, তিনি এতটাই অসহায় ছিলেন যে ওই ১০০ টাকাই হাত পেতে নিতেন।

দুধ-চিকিৎসার খরচ বন্ধ: তাঁর অভিযোগ, কুমার শানু তাঁর ছেলেদের দুধ এবং চিকিৎসার খরচ দেওয়া বন্ধ করে দেন। গোয়ালা ও ডাক্তারকেও সাহায্য করতে বারণ করা হয়।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: বিল মেটাতে না পারায় তাঁদের বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে রীতাকে নিজের সব গয়না বিক্রি করতে হয়।

মাফিয়া ও হুমকি: রীতার আরও দাবি, বিনাপয়সায় বিবাহবিচ্ছেদের জন্য তাঁকে মাফিয়া দিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়।

বালাসাহেবের দ্বারস্থ: রীতা জানান, ‘আশিকি’ বাংলোটিও তিনি পেতেন না। উপায় না দেখে তিনি প্রয়াত শিবসেনা নেতা বালাসাহেব ঠাকরের দ্বারস্থ হন এবং তাঁর হস্তক্ষেপেই বাংলোটি হাতে পান।

মুম্বই বন্যায় উদাসীনতা: ২০০৫ সালে মুম্বইয়ের বন্যায় তাঁদের দুই ছেলে হারিয়ে গেলেও কুমার শানু নির্বিকার ছিলেন। রীতার দাবি, ছেলেরা ঠিক আছে কি না, তা একবার জানতেও চাননি তিনি।

কুমার শানুর পাল্টা আইনি হুঁশিয়ারি
আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে পাঠানো নোটিসে কুমার শানু তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার প্রচেষ্টার নিন্দা করেছেন। নোটিসে বলা হয়েছে, “৪০ বছরেরও বেশি সময় ধরে কুমার শানু সঙ্গীতের প্রতি নিজেকে উৎসর্গ করে রেখেছেন… কিছু মিথ্যে কথা সাময়িক সাড়া ফেললেও, শিল্পীর কীর্তিকে মুছে ফেলতে পারবে না।”

নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হলে, তাঁর সম্মান, উত্তরাধিকার ও পরিবারকে অসম্মান করার প্রচেষ্টা হলে, আইনি উপায়ে তা প্রতিহত করা হবে।

১৯৮০ সালে কুমার শানুর সঙ্গে রীতার বিয়ে হয় এবং ১৯৯৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিতর্কের এই নতুন মোড় বলিউড মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

তারকাশিল্পীর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর এই অভিযোগগুলি নিয়ে আপনার কী মনে হয়? কমেন্ট করে জানান 👇

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy