সবার জন্য এক দুঃসংবাদ— ফের বাড়তে চলেছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম। সূত্রের খবর, চলতি বছরের শেষভাগের মধ্যেই ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত মোবাইল ট্যারিফ বাড়াতে পারে দেশের বড় টেলিকম সংস্থাগুলি। ফলে গ্রাহকদের পকেটে আরও চাপ পড়তে চলেছে।
ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। জানুয়ারি থেকে মে— টানা পাঁচ মাস ধরে গ্রাহক সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। এই প্রবণতার জেরেই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর কথা ভাবছে।
এমনিতেই গত বছরের জুলাই মাসে এক দফা মূল্যবৃদ্ধি হয়েছিল। সেই সময় রিলায়েন্স জিয়ো ও এয়ারটেল তাদের বিভিন্ন প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছিল। এখন, বছর না ঘুরতেই ফের ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।
৫জি প্রযুক্তি আর দাম বৃদ্ধির সমীকরণ
বিশেষজ্ঞদের মতে, ৫জি পরিষেবার প্রসার ও উচ্চগতির ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে টেলিকম সংস্থাগুলির। ফলে সেই অতিরিক্ত খরচের বোঝা এবার চাপানো হবে গ্রাহকদের উপরেই।
শুধু দামই নয়, এবার রিচার্জ প্ল্যানের স্ট্রাকচার বা গঠনেও বদল আসতে পারে।
বেসিক রিচার্জ প্ল্যানগুলিতে ডেটার পরিমাণ কমানো হতে পারে
দৈনিক বা মাসিক ডেটা প্যাক কমে যেতে পারে
বেশি ইন্টারনেট ব্যবহারকারীদের আলাদাভাবে অতিরিক্ত ডেটা প্যাক কিনতে হতে পারে
মার্কেটে লাভের শীর্ষে টেলিকম সংস্থাগুলি
মে মাসে টেলিকম ইন্ডাস্ট্রিতে বিশাল লাভের পরিসংখ্যান সামনে এসেছে।
মোবাইল ইউজার সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ১.০৮ ট্রিলিয়ন-এ
রিলায়েন্স জিয়ো-র অ্যাকটিভ ইউজার বেড়েছে ৫৫ লক্ষ
জিয়োর মার্কেট শেয়ার এখন প্রায় ৫৩ শতাংশ
এয়ারটেল-ও পিছিয়ে নেই, তাদের অ্যাকটিভ ইউজার বেড়েছে ১৩ লক্ষ
তবে লাভ বাড়লেও, খরচ কমছে না গ্রাহকের। বরং পরিষেবা উন্নত করার যুক্তিতে দাম বাড়িয়ে চলেছে সংস্থাগুলি।
মোবাইল রিচার্জের খরচ আবারও বাড়তে চলেছে। ১০–১২% ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চলতি বছরের শেষেই। ডেটা প্ল্যানেও কাটছাঁট হতে পারে। ৫জি যুগে ঢোকার সঙ্গে সঙ্গেই বাড়ছে খরচ— আর সেই বোঝা বইতে হবে সাধারণ গ্রাহকদেরই।