দীপু দাস হত্যাকাণ্ডে ক্ষুব্ধ নয়াদিল্লি! বাংলাদেশে ‘অবিরাম বৈরিতা’ নিয়ে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস খুনের ঘটনায় এবার সরাসরি নিন্দা জানাল ভারত। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে “অবিরাম বৈরিতা” প্রদর্শন করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করে ভারত আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশ সরকার অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনবে। এই ঘটনায় নয়াদিল্লি যে রীতিমতো বিরক্ত, তা জয়সওয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy