ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পুড়িয়ে মারার ক্ষত এখনো শুকায়নি। তার মধ্যেই ফের বাংলাদেশে এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল রাজবাড়ীর পাংশা উপজেলা। বুধবার রাত ১১টা নাগাদ উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজারে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত অমৃত মণ্ডল হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে অমৃত তাঁর সহযোগীদের নিয়ে এলাকায় থাকাকালীন জনতা তাঁদের ঘিরে ফেলে। সেই সময় অমৃতের সহযোগী সেলিম শেখকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক কারখানা কর্মীকে তুলে নিয়ে গিয়ে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল। খুনিরা তাঁকে বিবস্ত্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব, যাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দীপু হত্যার রেশ কাটতে না কাটতেই রাজবাড়ির এই ঘটনা ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।