দিল্লি-এনসিআর-এ দ্বিতীয় Apple Store চালু, ১১ ডিসেম্বর নয়ডায় উদ্বোধন, মিলবে ‘জিনিয়াস বার’ ও বিনামূল্যে প্রশিক্ষণ

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল (Apple) ভারতে তাদের ব্র্যান্ড এক্সটেনশন স্ট্র্যাটেজিকে আরও আগ্রাসী করে তুলছে। তারই অংশ হিসেবে দিল্লি-এনসিআর-এ তাদের দ্বিতীয় রিটেল স্টোরটি আগামী ১১ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এই নতুন আউটলেটটি নয়ডার সেক্টর ১৮-এ অবস্থিত DLF মলে চালু হতে চলেছে। এর আগে ২০২৩ সালে দিল্লির সাকেতে অ্যাপলের প্রথম স্টোরটি যাত্রা শুরু করেছিল।

সংস্থাটি শুধু নয়ডাতেই থেমে থাকছে না; ২০২৬ সালে দেশের বাণিজ্যনগরী মুম্বইয়েও আরও একটি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে কুর্পার্টিনোর এই সংস্থাটির।

নয়ডার স্টোরে বিশেষ সুবিধা:

বৃহস্পতিবার নয়ডার DLF মলের স্টোরটির ব্র্যান্ডিং ওপেন করা হয়। লক্ষ্যণীয়ভাবে, অ্যাপল তাদের প্রতিটি নতুন স্টোর চালুর ক্ষেত্রে একটি ‘পিকক-অনুপ্রাণিত ক্যাম্পেন’ (Peacock – inspired Campaign) ব্যবহার করে। বেঙ্গালুরুর অ্যাপল হেব্বাল এবং পুণের অ্যাপল কোরেগাঁও পার্কের উদ্বোধনের সময়ও একই প্রচার চালানো হয়েছিল। মনে করা হচ্ছে, নয়ডার স্টোরের ক্ষেত্রেও একই ধরনের ক্যাম্পেন দেখা যাবে।

নয়ডার এই নতুন স্টোরটি থেকে ক্রেতারা আইফোন, আইপ্যাড, ম্যাক সহ অ্যাপলের সমস্ত লেটেস্ট প্রোডাক্ট কিনতে পারবেন। এছাড়াও, এই স্টোরটি গ্রাহকদের জন্য একাধিক নতুন পরিষেবা নিয়ে আসছে:

অ্যাপল জিনিয়াস বার (Apple Genius Bar): ব্যবহারকারীরা এখানে অ্যাপল প্রোডাক্ট আপডেট এবং অরিজিনাল পার্টস দিয়ে রিপেয়ার করার সুবিধা পাবেন।

‘Shop with a Specialist over Video’: এই সুবিধার মাধ্যমে প্রোডাক্ট কেনার সময় একজন অভিজ্ঞ অ্যাপল কর্মীর কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে পরামর্শ পাওয়া যাবে, যিনি ক্রেতার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট রেকমেন্ড করতে সাহায্য করবেন।

Today at Apple ক্যাম্পেন: প্রোডাক্ট সেল ছাড়াও এই টেক জায়ান্ট ‘Today at Apple’ নামে একটি ক্যাম্পেন চালাচ্ছে, যেখানে অ্যাপল ব্যবহারকারীরা আর্ট, কোডিং, ফটোগ্রাফি ও মিউজিক সম্পর্কে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ফিজিক্যাল রিটেল স্টোরের সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েই এই মেট্রো শহরগুলিতে একের পর এক স্টোর খোলার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। তবে কলকাতায় কবে অ্যাপল স্টোর চালু হবে, সেই বিষয়ে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy